মোঃ শাহজাহান জমাদ্দার ডুমুরিয়া \ ”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ জানুয়ারি তারুণ্যের উৎসব— ২০২৫ উদযাপন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা পরিষদ স্বাধীনতা চত্বরে পিঠা উৎসব ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উৎসব মুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ, রচনা, বিতর্ক, স্কিল কম্পিটিশন ও জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজন করেন উপজেলা প্রশাসন ডুমুরিয়া খুলনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমান।