ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ বুধবার ১৯ মার্চ সকাল ৯টায় ডুমুরিয়ার শাহপুর ইনস্টিটিউট অব লাইফস্টক সাইন্স এন্ড টেকনোলজি জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোগে, উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরন কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে মত বিনিময় করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল—আমিন। জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় নারী উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, নারীরা ঘরে বসে না থেকে নিজ নিজ উদ্যোগে সাবলম্বী হবে। নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। এ সময় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আশা ডুমুরিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় ২০২৪—২৫ অর্থবছরের ৪ মাসব্যাপী ২টি ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। এ সময় দুই ক্যাটাগরিতে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।