ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দি্রয় কমিটির ঘোষণা অনুযায়ী চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার ১০ মার্চ বেলা সাড়ে ১১ টায় চুকনগর ডিগ্রী কলেজের সামনে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন চুকনগর কলেজ ছাত্রদলের সভাপতি ইকবাল গাজী। যুগ্ম আহবায়ক শাওন সরদারের সঞ্চালনায় বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাহারুল ইসলাম ইভান,কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস বিথি,সাবেক আটলিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য,মোঃ রায়হান হুসাইন প্রমুখ। উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ মাহমুদ আদল,সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ বাপ্পি,সহ প্রচার সম্পাদক মাকসুদ আলম, উপজেলা ছাত্রদলের সদস্য মোজাম্মেল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ তামিম আহমেদ, সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ন সম্পাদক শোহান শেখ, সাকিব হোসেন, মুন্না, তাছিব, মাহামুদুল, সবুজ, রকি, সুজন, নাঈম, আসিফ, রসুলসহ কলেজ শিক্ষার্থী বৃন্দ। বক্তারা এ সময় বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইন—শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যে কারণে আজ বিভিন্ন জেলায় শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। সারাদেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।