বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ডুমুরিয়া প্রতিনিধি \ ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান কে সামনে রেখে সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১তম যোগাযোগ ব্যবস্থাকে একটি দেশের অর্থনৈতিক চালিকাশক্তি বলা হয়। যোগাযোগের অন্যতম মাধ্যম হলো পরিবহন। পরিতাপের বিষয়, আজও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। নিরাপদ সড়কের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও মৃত্যুবরণ করছে হাজার হাজার মানুষ, নেতিবাচক প্রভাব পড়ছে চিকিৎসা খাতে এবং সার্বিক দেশের অর্থনৈতিক উন্নয়নে। সড়ক দুর্ঘটনার প্রভাবে সড়ক—মহাসড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। সড়ক—মহাসড়কে চলাচল মানে জীবনবাজি রেখে চলাচল করার মতো অবস্থা হয়ে গেছে। তাই সব ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করে নিরাপদ সড়ক চাই। নিরাপদ সড়ক ব্যবস্থার অভাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। মুহূর্তেই খালি করে দিচ্ছে কোনো না কোনো মায়ের কোল। অনেকে প্রাণে বেঁচে গেলেও সারা জীবনের সঙ্গী হয়ে যাচ্ছে পঙ্গুত্ব। দুর্ঘটনার কবলে পড়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে ব্যর্থ হাজারো মানুষ, অনেকে আবার সুস্থ হতে গিয়ে বাসস্থানের জমিটাও বিক্রি করে দিচ্ছে। এভাবেই চলছে এ দেশের মানুষের জীবন। যার নেতিবাচক প্রভাব শুধু দেশের মানুষের ওপরই নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নের ওপরও পড়ছে। ফলে আশানুরূপ উন্নয়নে ব্যর্থতা কোনো অস্বাভাবিক বিয়ষ নয়। নিরাপদ সড়ক ব্যবস্থা করতে পারলে এসব সমস্যার সমাধান সম্ভব হবে। অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে ও দেশের উন্নয়নে নিরাপদ সড়কের ভূমিকা অতুলনীয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা উদ্যোগে নিরাপদ সড়ক চাই উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্টিত হয়। র‌্যালীটি বের করে বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে সমাবেশে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা সভাপতি খান মহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, খুলনা জেলার টি আই মাহমুদ হাসান, ডুমুরিয়া থানার ওসি তদন্ত আক্তারুজ্জামান লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মোল্লা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল মালেক, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, বক্তব্য দেন মোঃ ফরহাদ হোসেন, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদার, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সহ—সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার, ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম, আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া বাজারে লিফলেট বিতরণ করেন। সার্বিক সঞ্চালনায় ছিলেন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান বকুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com