ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় জুলাই আগস্ট—’২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ স্মৃতি মহিলা কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার। আলোচনা করেন অধ্যাপক নাসিমুল ইসলাম, অধ্যাপক ফারুক হোসাইন, অধ্যাপক নরেশ চন্দ্র গোলদার অধ্যাপক আরিফুর রহমান, অধ্যাপক এফ এম গোলাম সরোয়ার, অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রতিনিধি আব্দুল হালিম ঢালী। এবং দোয়া পরিচালনা করেন অধ্যাপক শাহাদাত হোসাইন।