ডুমুরিয়া প্রতিনিধি \ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিকার্যক্রমের শিক্ষাস্তরের কোমলমতী শিক্ষার্থীদের ধর্মীয় মুল্যবোধ ও ধর্মীয় মুল্যবোধ সম্পন্ন হিসাবে গড় তুলতে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শুরুতে নতুন বই বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় গোনালী—বামুন্দিয়া জামে মসজিদ মক্তবে ডুমুরিয়া উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ফিল্ড সুপারভাইজার মোঃ শাহজান আলম এর নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষাস্তরে প্রাক—প্রাথমিক, সহজ— কুরআন শিক্ষা শিক্ষা কেন্দে্র নতুন বছর ২০২৫ ইং সালের প্রথম দিনে কোমলমতী শিক্ষার্থীদের মাঝে নতুন সালের বই তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার মডেল রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটিকার মোঃ সাইদুর রহমান, সাধারণ কেয়ারটিকার মোঃ আব্দুর গফুর, মোঃ হাফিজুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক মোঃ আরিফুজ্জামান নয়ন, কেন্দ্র কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান বিশ্বাস, অভিভাবকবৃন্দ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ।