ডুমুরিয়া প্রতিনিধি \ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস । বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস—২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ডুমুরিয়া খুলনার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনা সভা শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার, উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন। আরোও বক্তব্য দেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, এড. এসএম আলমগীর হোসেন, শেখ তৌকির আহমেদ সাগর, শেখ কামরুল হাসান, ইসলামি রিলিফ বাংলাদেশ ডুমুরিয়ার সহকারী প্রজেক্ট অফিসার মিসেস মোর্তজা বানু সুমি, ব্র্যাক ম্যানেজার মোঃ ইউসুপ আলী, দলিত ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা বিনয় কৃষ্ন রানা, নিজেরা করি সংগঠনের মালোতী রানী প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রশিক্ষিত নারী, সাংবাদিক ও সুশীল সমাজের সুধীজনরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন, নিপীড়ন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত। সব নারীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।