ডুমুরিয়া প্রতিনিধি \ মাঠে কৃষক, সাথে মিমপেক্স, চলো এগিয়ে চলো বাংলাদেশ, এই শ্লোগান কে সামনে রেখে কৃষি ও কৃষকের কল্যাণে মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেড উদ্যোগে ও ডুমুরিয়া মেসার্স কৃষি ভান্ডারে আয়োজনে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় রবিবার ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলার রিটেইলারদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া মেসার্স কৃষি ভান্ডারে প্রোফাটার ওমিমপেক্স এগো কেমিক্যালস লিমিটেডের পরিবেশক সরদার মোঃ মনিরুজ্জামান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিমপেক্স এগো কেমিক্যালস লিমিটেড জেনারেল ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার ঝিনাইদহে মোঃ দিপলুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার যশোর মোঃ আব্দুল কাইয়ুম হোসেন, এরিয়া সুপারভাইজার খুলনার মোঃ সিরাজুল ইসলাম বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বিশিষ্ট সমাজ সেবক শেখ হেফজুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, মার্কেটিং অফিসার কাজী মোহাইমেনুল ইসলাম নয়ন, রিটেইলাদের বক্তব্য দেন হাফিজ মোল্লা, মোঃ আলমগীর হোসেন, গোবিন্দ কুমার, আল আমিন, আশরাফ হোসেন, মোঃ সোহেল রানা, তুষার ঢালী, মোঃ নূরুজ্জামান, সন্জীদ গাইন, রাব্বি, সরদার কামরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, উজ্জ্বল কুমার ও সেলিম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন আপনারা ব্যাবসা করেন, আপনারা মুখে হাসি, খুশি ও আচার ব্যাবহার ভালো রেখে সত ভাবে ব্যাবসা করবেন। মানুষকে ঠকিয়ে ভেজাল মাল দিয়ে ব্যাবসা করবেন না। বালাইনাশক ব্যবসা মানেই সামাজিক ব্যবসা অর্থাৎ মুনাফা ও সেবাদান। যারা মানুষ বা প্রানীর সেবা দেন তাঁরা ডাক্তার। তারা রোগীর সঙ্গে কথা বলে রোগ নির্নয় করতে পারেন কিন্তু গাছতো কথা বলতে পারেনা শুধুমাত্র লক্ষন দেখেই চিকিৎসা করতে হয়। এই জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা দরকার। বালাইনাশক ব্যবহারের ৪টি নীতি মেনে চললে ফসল সুরক্ষায় সঠিক ফল পাওযা যাবে। কৃষকরা আপনাকে বিশ্বাস করে গাছের একটি খাবার আপনার নিকট থেকে কিনে গাছ কে খাবার খেতে দেয়। সেটা ভালো মানের মাল বিক্রিয় করবেন। আমরা বালাইনাশক ভেজাল ওষুধ কারো কাছে বিক্রিয় করবো না। আলোচনা সভা শেষে ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন কে পুরস্কার হাতে তুলে দেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন মার্কেটিং অফিসার মোঃ ফারুক হোসেন।