ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়া ঝিলেরঘাট লায়ন্স ক্লাবের উদ্যোগে ৮ দলীয় হাডুডু খেলার প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত খেলা সকাল ১১ টার দিকে কবুতর উড়িয়ে উদ্বোধন করেন মোল্লা মোশাররফ হোসেন মফিজ, আলহাজ্ব আব্দুল কাদের, আলহাজ্ব মোঃ শাহাজান জমাদ্দার। দিনভর খেলা চলে। উক্ত খেলায় আরাজি সাজিয়াড়া চ্যাম্পিয়ন হন। খেলায় প্রথম পুরস্কার ছিল একটি বিশাল বড় খাসি, দ্বিতীয় পুরস্কার ছিল একটা চায়না বাইসাইকেল, এবং ম্যান অব দ্যা ম্যাচ কে একটি টাচ ফোন উপহার দেওয়া হয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় সাজিয়াড়ার খেলোয়ার লিটন শেখ। উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মোশাররফ হোসেন মফিজ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার, গাজী মোহাম্মদ আনিসুর রহমান, ইউপি সদস্য আক্তার, সভাপতিত্ব করেন মোহাম্মদ আজমত আলী শেখ, সার্বিক পরিচালনা ছিলেন শেখ রেজাউল করিম রানা, চার নম্বর ওয়ার্ড মির্জাপুরের টিম ম্যানেজার হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থেকে আগত আলহাজ্ব মোঃ ইকবাল জমাদ্দার।