সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মফিজুল ইসলাম (২৬) নামে এক বাস ড্রাইভারের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার চুকনগর বটতলা এলাকায় সাতক্ষীরা—খুলনা মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক বাস ড্রাইভার মফিজুল ইসলাম সাতক্ষীরার মধুমোল্লার ডাংগী এলাকার জনৈক গোলাম মোস্তফার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,গতকাল (১৯ জানুয়ারী রোববার) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা থেকে খুলনা মেট্রো—জ ১১—০০৭৬ নম্বরের বাসটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে এসে সাতক্ষীরা—খুলনা মহাসড়কের চুকনগর বটতলা এলাকায় পৌঁছে একটি ভ্যানকে ওভারটেকিং করতে গিয়ে সেটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে বাস ড্রাইভার লাফিয়ে পড়লে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাঁদে পড়ে ও ড্রাইভার চাপা পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে বাস ড্রাইভার মফিজুলকে উন্নত চিকিসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন৷ সর্বশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com