ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল—আমিন এ অভিযান পরিচালনা করেন।জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্লিনিকে ডাক্তার না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ডুমুরিয়ার উত্তরাঞ্চল এলাকায় ৫টি ক্লিনিকে প্রত্যেককে ১০ হাজার টাকা ধার্য করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ক্লিনিকগুলো হলো, বরুনা বাজারে খোরশেদ আলী মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল, রঘুনাথপুর বাজারে ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ক্লিনিক, আফিয়া ডিজিটাল ক্লিনিক, শাহপুর বাজারে শাহপুর সার্জিক্যাল ক্লিনিক ও থুকড়া বাজারে আনন্দ আশ্রয় ক্লিনিক।