ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ার ধামালিয়া ফারাহ্ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন, সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যক্ষ আব্দুল হালিম বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক আরজান আলী, প্রধান শিক্ষিকা লুৎফুন্নেসা বেগম, সাবেক প্রধান শিক্ষক মৃণাল কান্তি রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলা পরিচালনা করেন বিদ্যালযের ক্রীড়া শিক্ষক মিলন সরদার ও সহযোগি হিসেবে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।