ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ার বান্দা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় শক্তিশালী খড়িবুনিয়া ফুটবল একাদশ ৫—০ গোলে শক্তিশালী বান্দা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। শুক্রবার বিকেলে বান্দা রিওজন্যাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও হ্যাপি ক্লাবের সহযোগিতা অনুষ্ঠিত খেলাটি হাজার হাজার দর্শনার্থী উপভোগ করেন। ব্যাপক উৎসব মুখর পরিবেশে আয়োজিত খেলার পূর্বে বান্দা রিজিওন্যাল স্পোর্টিং ক্লাবের সভাপতি দিপংকর কুমার মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পূজা উদযাপন ফন্টের আহবায়ক নিত্যানন্দ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ওসি (অপারেশন) দেবাশীষ রায়, প্রভাষক মিঠুন বৈরাগী, পরিতোষ কুমার বালা, জিয়াউর রহমান জিবনেস এস এমন আলমগীর কবির, প্রশান্ত কুমার বাড়ই, শুধাংশু বিশ্বাস, অংশুপতি বৈরাগী, তাপস দাস, কার্তিক মিস্ত্রী, স্বপন মিস্ত্রী, বিপ্লব বাড়িই, স্বপন দেবনাথ, চন্দ্রকান্ত বৈরাগী, পবিত্র মন্ডল, প্রকাশ মন্ডল, লিটন ঢালী, সমিত বৈরাগী, কল্যাণ বাড়ইসহ অনেকেই।