ডুমুরিয়া প্রতিনিধি \ বুধবার সকাল ৯ টায় ডুমুরিয়া পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইট ভাটা মালিক সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার, অসিত কুমার রায়, প্রাক্তন শিক্ষক, মোঃ শফিকুল ইসলাম খান, মোহাম্মদ হাবিবুর রহমান খান ইউপি সদস্য, আলহাজ্ব আতিয়ার রহমান বিশ্বাস, শমসের আলী খান অত্র বিদ্যালয়ের সভাপতি সহ আরো অনেকেই। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এবং পরে জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়। তার পর ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আলহাজ মোঃ শাহজাহান জমাদ্দার।