ডুমুরিয়া প্রতিনিধি \ বুধবার ১২ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় ডুমুরিয়া যুব সংঘ ক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়। ইতোমধ্যে ক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন কচি, ডুমুরিয়া যুব সংঘ ক্লাবের উপস্থিতি সদস্যদের প্রস্তাবনা ও সর্বসম্মতিক্রমে মোল্লা আবুল কালাম— আহবায়ক,ও নুরুল ইসলাম খান— সদস্য সচিব, হারুন—অর রশীদ খান সদস্য, খান আনিসুজ্জামান সদস্য, শেখ জামিল আকতার লেলিন সদস্য, শেখ আসাদুজ্জামান টিপু— সদস্য ও মোঃ শাহাজাহান জমাদ্দারকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট এ্যডহক কমিটি গঠিত হয়। উক্ত সাধারণ সভায় যুব সংঘের নবীন ও প্রবীণ সদস্য সহ সাধারণ সদস্যগণ সভায় অংশগ্রহন করেন।