ডুমুরিয়া প্রতিনিধি ॥ খুলনার ডুমুরিয়া উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান প্রিয় সহযোদ্ধা শহীদ শেখ রবিউল ইসলাম রবি’র হত্যাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসীর দাবীতে উপজেলার সকল জন প্রতিনিধিদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে, ১০ জুলাই বুধবার, সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলা পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু, রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদ, ভান্ডার পাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, মাগুর খালী ইউনিয়নের চেয়ারম্যান বিমল সানা,আট ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদার হোসেন, অধ্যক্ষ সমারেশ, ফুল তলা উপজেলার মনিরুল ইসলাম, ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল হক, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রং পুর ইউনিয়নের চেয়ারম্যান সমারেশ মন্ডল, ইউপি সদস্য মিজানুর রহমান,ইউপি সদস্যা লাকি সুলতানা, মনোরঞ্জন দাস, সিদ্ধাত চ্যাটার্জি,গ্রাম পুলিশ হারান প্রমুখ। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান গোবিন্দ ঘোষ।