চুকনগর প্রতিনিধি \ ডুমুরিয়ার বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের হল রুমে সকাল ১০ হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৪ জন অবিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।৩২০ জন ভোটরের মধ্যে ২৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন মোঃ মোস্তাক বিশ্বাস (১৬৮), মান্নান সরদার (১৬৬), মোঃ কামরুজ্জামান (১৬১) ও শক্তিপদ সরকার (১৫৬)। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ।নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিএম শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, ইউপি সদস্য মশিয়ার রহমান।