চুকনগর প্রতিনিধি ॥ খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এ বই পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস , উপজেলা একাডেমিক সুপার ভাইজার টিকেন্দনাথ সানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস বলেন , ডুমুরিয়া উপজেলায় মোট ৬৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৩ মাদ্রাসায় ইতিমধ্যে ৮০% বই পাঠানো হয়েছে। বাকী ২০% বই আগামী ১ সপ্তাহের মধ্যে পাঠানো হবে।