চুকনগর প্রতিনিধি \ ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে মৎস্য ঘের লুট, বাসা ভাংচুর ও ঘেরের ভেড়ি কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ডুমুরিয়া থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার আঙ্গারদহা গ্রামের মৃত বারিক মোড়লের ছেলে মোঃ আব্দুল হালিম মোড়ল প্রাপ্ত অভিযোগ উলেখ করেন, একই গ্রামের মৃত হাকিম মোড়লের ছেলে আবুল কালাম, মোঃ সাত্তার মোড়ল, মোঃ রাজ্জাক মোড়ল, মোঃ কালাম মোড়লের ছেলে তুহিন মোড়লদের সাথে পৈত্রিক সূত্রে প্রাপ্ত চহেড়া মৌজার মৎস্য ঘেরের সম্পত্তি নিয়ে পূর্ব শত্র“তা রয়েছে। একারণে তিনি বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে খুলনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে এমপি ৬০০/২০২২ ধারা-১৪৫ মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন আছে। আদালত নালিশি সম্পত্তিতে উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টার সময় বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে উক্ত মৎস্য ঘেরে অনাধিকার প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ লুট, ঘেরে থাকার বাসা ও মৎস্য ঘেরের ভেড়ি কেটে দিয়ে তাদের ঘেরের সাথে বিলীন করে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় তিনি নিরুপায় হয়ে শান্তি শৃংখলা রক্ষার্থে ১৬ সেপ্টেম্বর ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আরও একটি অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযোগ হয়েছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।