ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেনকে (৪৮) আটক করেছে পুলিশ। গত রোববার রাত ৮ টার দিকে গুটুদিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। কাজী আলমগীর মৃত কাজী আব্দুল আজিজের ছেলে। জানা যায়, রোববার সকাল সাড়ে ৭ টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে একটা ঝটিকা মিছিল বের হয়। এ মিছিলে কাজী আলমগীর দলের কর্মীদেরকে উসকিয়ে দিয়েছে এবং ফেজবুকে সরকার বিরোধী নানা উস্কানীমূলক মন্তব্য করে আসছে। দলের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে বলেও অভিযোগ আছে। তার মামা শেখ হারুনুর রশিদ খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো: আক্তারুজ্জামান লিটন জানান, “কাজী আলমগীরের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। সরকার বিরোধী নানা উস্কানীমূলক মন্তব্যসহ আইনশৃঙ্খলা অবনতি ঘটে এমন কার্যকলাপ তার বিরুদ্ধে পরিলক্ষিত হয়েছে। তাছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে তিনি অনেক দিনমজুরের টাকা না দিয়ে আত্মসাৎ করেছে বলে অভিযোগ আছে।” গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। রোববার সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।