ডুমুরিয়া প্রতিনিধি ॥ রবিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ইমাম পরিষদ ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফত হোসেন, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হক, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া উপজেলার ইমাম পরিষদের সভাপতি সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাক আহমেদ, ইমাম পরিষদের সহ-সভাপতি ও সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, মাওলানা মুজিবুর রহমান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান,সহ সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, মুফতি ফয়জুল করিম, মাওলানা জাহাঙ্গীর আলম, মুফতি আব্দুস সালাম, হাফেজ মাওলানা আবু সাঈদ আল মাহমুদ, মুফতি আসলাম,হাজী সিরাজুল ইসলাম, মাওলানা ইউসুফ আজাদী, হাফেজ মাওলানা মাহমুদুল ইসলাম, হাফেজ মাওলানা তৌফিকুর রহমান, মুফতি মাসুদ বিল্লাহ, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা জাকারিয়া, মাওলানা সাইফুল্লাহ, মুফতি সাইফুল্লাহ, মাওলানা মোকলেছুর রহমান, হাফেজ মোঃ জোবায়ের হুসাইন, মুফতি শহিদুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ্, মুফতি আসাদ, মুফতি আবু হানিফ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা বিলাল হোসেন, মাওলানা আব্দুল গাফফার, ইসলামী ফাউন্ডেশনের মাওলানা মনিরুল ইসলাম, মোঃ শাহিদুর রহমান, মাওলানা হুজ্জাতুল্লাহ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা মনিরুল ইসলাম সহ আরো অনেক উপস্থিত ছিলেন।। আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ ও অন্যান্য সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ রেখে নতুন বাংলাদেশ গরতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং যারা শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত ও দোয়া কামনা করা হয়।