ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে “সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ফার্ষ্ট এ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মীর আনিছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। প্রধান আলোচক ছিলেন আলেমে দ্বীন মুফতি মোঃ ফয়জুল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল কাইয়ুম জমার্দ্দার, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার লুৎফুল কবীর, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক জিএম আমানউল্লাহ, যুব সংঘের খান হারুন অর রশিদ, মাওলানা হাবিবুর রহমান, ঠিকাদার আজিজুর রহমান মোড়ল, ব্যবসায়ী সরোয়ার খান বাবু সিনিয়র সাংবাদিক সাব্বির খান ডালিম ও সুজিত মল্লিক প্রমুখ।