চুকনগর (খুলনা) প্রতিনিধি \ সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন,বঙ্গবন্ধুর জম্ম না হলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না বাংলা ভাষায় কথা বলতে পারতাম না তাকেই পাকিস্থানি দোসররা নির্মমভাবে হত্যা করেছে।যিনি বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে লাল সবুজের একটি মানচিত্র এনে দিয়েছেন বলে পাকিস্থানের প্রোত্তারা তাদের এই পরাজয় মেনে নিতে পারেনি।১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের বর্বোরোচিত ভাবে হত্যা করে।কিন্ত সৃষ্টকর্তার অশেষ কৃপায় তার আদরের দুলালী শেখ হাসিনা পিতার লালিত স্বপ্ন বাস্তবে রুপান্তরিত করার লক্ষ্যে দেশকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে চলছে। গতকাল বিকালে খর্নিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশ্ব নাথ দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সারারন সম্পাদক কামরুজ্জামান জামাল।বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ,জেলা আওয়ামী লীগের সদস্য জামিল খান, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ নাজিবুর রহমান,অধ্যাঃ জিএম ফারুক হোসেন,জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার জাকির হোসেন,ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান,মোল্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম, খান আমিনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,শেখ ইকবাল হোহেন,আবু মতিন, সমির দে গোরা, মাইকেল রায়, আবু হানিফ মোড়ল,শেখ শহিদ,ছাত্র নেতা খান আবুল বাশার, প্রমুখ।