ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় পিকআপ ধাওয়া দিয়ে গরুসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে মেছাঘোনা এলাকা থেকে পিকআপে গরু চুরি করে নিয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে রাজবাধ এলাকা থেকে আটক করা হয়। আটক চোর বাগেরহাটের জুয়েল হালদার, রূপসার সালমান শেখ ও মোল্লারহাটের রাসেল শেখের বিরুদ্ধে গরুর মালিক মেছাঘোনার মতিউর রহমান বাদী হয়ে মামলা করেছেন। জানা যায়, ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকা থেকে চোরেরা একটি গরু চুরি করে পিকআপে নিয়ে খুলনার দিকে পালাচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে চোরদের পিকআপ আটকানোর চেষ্টা করে। চোরদের গাড়িতে খালি বেশ কিছু তেলের ড্রাম ছিলো। সেই ড্রাম পুলিশের দিকে তারা নিক্ষেপ করছিলো। পুলিশ গাড়ির পিছু নেয়। পথে বিভিন্ন জায়গায় পুলিশের ওপর ড্রাম নিক্ষেপ করে ওরা। পুলিশের ধাওয়া খেয়ে পিকআপটি গুটুদিয়া ওয়াপদা মাথা হয়ে শলুয়া বাজার দিয়ে বাইবাস রোড হয়ে আড়ংঘাটা, কৈয়া, হরিনটানা হয়ে রাজবাধ এলাকায় ঢুকে পড়লে পুলিশ আটক করতে সক্ষম হয়। থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, চোর ধরতে প্রায় ৩০ কিলোমিটার ধাওয়া দিতে হয়েছে। ধাওয়া খেয়ে চোরেরা পিকআপ নিয়ে বিভিন্ন জায়গা দিয়ে পালানোর চেষ্টা করছিলো। কিন্তু পুলিশ তাদের পিছু ছাড়েনি। পুলিশ ঝুঁকি নিয়ে গরুসহ চোর ধরতে সক্ষম হয়েছে। চুরি কাজে ঢাকা মেট্রো ব-১৬-২৪৫২ নম্বরের ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।