চুকনগর প্রতিনিধি \ ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে বৈষম্য নিরসনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও দি এশিয়ান ফাউন্ডেশন এ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ, দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান। বক্তব্য রাখেন দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাস, অডিট ম্যানেজার উত্তর কুমার দাস, পিএএসিআর এমডিসির প্রকল্প ব্যবস্থাপক আল আমীন, রাজু দাস, সঙ্গীতা দাস, সামছুর নাহার প্রমুখ। এছাড়া ১২ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।