ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ॥ ডুমুরিয়া উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে উপকুলীয় অ লে জলবায়ু পরিবর্তনে কৃষি ফসল উৎপাদনে কৃষকদের করনীয় নিয়ে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার দিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়। এতে প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত জামিল, সম্প্রসারণ অফিসার ওয়ালিদ হোসেন। প্রশিক্ষণে উপকুলীয় অঞ্চলে প্রাকৃতিক ভাবে খাপ খাইয়ে কৃষিকাজ ও ফসল উৎপাদনে করনীয় নিয়ে আলোচনা করা হয়।