ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালী, মানববন্ধন, মতবিনিময় সভা, রচনা ও বির্তক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সে র্যালী ও মানবন্ধন শেষে অফিসার্স ক্লাবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক। বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নযন কর্মকর্তা মো: কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার ধনজয় মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, অধ্যাপক চন্দনা বিশ্বাস, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, বিউটি বিশ্বাস, দীনেশ মন্ডল, শিক্ষক ব্রজেন হালদার, হিরেন্দ্রনাথ মন্ডল, তৈয়েবুর রহমান, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন,। রচনা প্রতিযোগিতা বিজয়ীরা হলেন সরকারী বালিকা বিদ্যালয়ের ৯ শ্রেনীর ছাত্রী পূজা অধিকারী, একই বিদ্যালয়ের মুনিয়া ইসলাম মিম ২য়, কুলটি মাধ্যমিক বিদ্যালয়ের তনুশ্রী বৈরাগী ৩য়। বির্তক প্রতিযোগিতায় ৫বিদ্যালয় অংশ নেয়। প্রথম স্থন অধিকার করেছে রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়,দ্বিতীয় বান্দা কলেজিয়েট স্কুল।