চুকনগর প্রতিনিধি \ পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদের জের ধরে আড়াই মাস বয়সী এক শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করেছে তার পাষন্ড পিতা। বুধবার রাত সোয়া ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘাতক পিতা উজ্জ্বল সরদার (২৫) কে আটক করেছে। সে ওই এলাকার আব্দুস সামাদ সরদারের ছেলে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানায়, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দিনমজুর উজ্জ্বল সরদারের সাথে পরিবারের সদস্যদের পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রায়ই ঝগড়া হতো। তারই জের ধরে ঘটনার রাতে উজ্জ্বলের সাথে তার (উজ্জ্বলের মা ও বোন) মা নেচ্ছা বেগম ও বোন সুমাইয়া খাতুনের আবার ঝগড়া হয়। এ সময় মেয়ে তামিমা পিতার কোলে ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জ্বলের কোলে থাকা তার শিশু কন্যা তামিমাকে ঘরের পাকা দেওয়ালের সাথে আছাড় মারে। এতে শিশুটি মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এসংবাদে রাতেই শিশুটির পিতাকে আটক করা হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।