স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন বিভিন্ন কর্মসূচীূর মাধ্যমে পালন করেছে খুরনা জেলা আ’লীগের তথ্য ও গবেষনা সম্পাদক অজয় সরকার। জেলা আ’লীগের নেতা অজয় সরকারের নিজস্ব উদ্যোগে গতকাল দুপুরে ডুমুরিয়া তালতলা মোড় জামে মসজিদে জুমাবাদ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে মুসুল্লীদের মাঝে তাবারক বিতরন করা হয়। বিকালে নিজস্ব বাসায় শিশু কিশোরদের সাথে নিয়ে কেক কেটে জননেত্রীর জন্মদিন পালন করেন। এছাড়া তালতলা সর্বজনীন মাতৃ মন্দিরে বিশেষ প্রার্থনা সভা ও প্রসাদ বিতরন করা হয়। রাতে ডুমুরিয়া হাসান পুর বাজারে সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরনের মাধ্যমে নৌকায় ভোট চান। পরে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় আ’লীগ নেতা ও খুলনা ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার বলেন, দেশে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৭৫ পরবর্তী সময়ে অন্ধকারাচ্ছন্ন ও পিছিয়ে পড়া বাংলাদেশ কে নতুন আলোর পথে দেখিয়েছেন। আমরা আর বিভিষিকায় পরিস্থিতিকে ফিরতে চাইনা। দেশের সুশাসন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় বিপুল সংখ্যক আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।