স্টাফ রিপোর্টার ঃ খুলনা ডুমুরিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে প্রনামীর অর্থ প্রদান করেছেন জেলা আ’লীগের নেতা এবং ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। গতকাল সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার রুপরামপুর দেলতলা সর্বজনীন শারদীয় দুর্গোৎসব মন্দির চত্ত্বরে রঘুনাথপুর রংপুর, ইউনিয়নের ৫০টি মন্দিরে ব্যক্তিগত অর্থ প্রদান করেন। এসময় আ’লীগের নেতা অজয় সরকার বলেন, বাঙ্গালীত্বের অটুট বন্ধনের জন্য বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমিতে পরিনত হয়েছে। আমরা সকলেই বাঙ্গালী তাই সকল ধর্মের মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আবহমান কাল ধরে চলে আসছে। শারদীয় উৎসব সার্বজনীন উৎসবে পরিনত হবে। রুপরামপুর দেলতলা সর্বজনীন মাতৃমন্দিরের সভাপতি বিধান চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সকল মন্দির সভাপতি সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। অপর দিকে রাতে বাজবংশী পাড়া মন্দিরের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রীতিশ মন্ডল, অমিত কুমার, দিলিপ কুন্ডু, ডালিম মালিক, সুফল মন্ডল সহ অনেকে। পরে আ’লীগ নেতা অজয়সরকার বিভিন্ন মন্দির পরিদর্শন করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পূজার সার্বিক বিষয়ে খোজ খবর নেন।