চুকনগর প্রতিনিধি \ ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠান, ছাগল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দলিত যুব ঐক্য পরিষদের সভাপতি রাজু দাস। দি এশিয়ান ফাউন্ডেশন এ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ন কবির বুলু, শেখ রফিকুল ইসলাম হেলাল, মোঃ জহুরুল হক, তৌহিদুজ্জামান তৌহিদ, সুরঞ্জিত বৈদ্য, সমরেশ মন্ডল, আওয়ামীলীগ নেতা এস এম সুলতান আহম্মেদ। বক্তব্য রাখেন দলিতের অডিট ম্যানেজার উত্তম দাস, হিসাব রক্ষক হরিচাঁদ দাস, ফিল্ড সুপার ভাইজার সামসুন নাহার, সহকারী মেডিকেল অফিসার তনিমা দাস, পিও সুজাতা দাস, গোবিন্দ দাস, সঙ্গীতা দাস, শিল্পী দাস প্রমুখ। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন দলিতের প্রজেক্ট ম্যানেজার মোঃ আল আমীন। সভা শেষে প্রধান অতিথি ১২টি ইউনিয়নের ৪০জন দলিত জনগোষ্ঠীর আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ছাগল বিতরণ করেন।