শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

ডুমুরিয়ায় ৫ বছরের নিচের শিশুদের পুষ্টির এবং অপুষ্টি দুরীকরণের কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪

ডুমুরিয়া প্রতিনিধি ॥ ডুমুরিয়া উপজেলা, খুলনার রাইট টু গ্রো প্রোগ্রামের আয়োজনে উপকূলীয় অঞ্চলের ৫ বছরের নিচের শিশুদের পুষ্টির চিত্র এবং অপুষ্টি দুরীকরণের জন্য ব্যয় প্রকল্পের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালায় উপকূলীয় অঞ্চলের নির্দিষ্ট এলাকার শিশুদের পুষ্টির অবস্থা উপস্থাপন করা হয়। পাশাপাশি উক্ত অঞ্চলের ৫ বছরের নিচে শিশুদের অপুষ্টি দূরকরনের করার জন্য মৌলিক কার্যক্রমের প্রয়োজনীয় ব্যয় প্রকল্পের উপস্থাপনা করা হয়। কর্মশালায় খুব সহজ- পদ্ধতিতে ৫ বছরের নিচে পুষ্টি মাত্রা নিয় শিশুদের পুষ্টি মাত্রা নির্নয় করা যাহা আমরা হাতে কলমে শিক্ষা দেয়া হয়। কর্মশালা শেষে সকলউপস্থিতি যেমন- সরাসরী কর্মকর্তা, এইউনিয়ন পরিপদর চেয়ারম্যান-মেম্বারদের পরিকল্পনার কর্মী এবং সকল সুশীল সমাজের বৃদ্ধ সমগ্র উপজেলার ৫ বছরের নিচে শিশুদের পুষ্টি পরিকল্পনা কর্মী এবং সকল সুশীল সমাজের সদস্যবৃন্দ সমগ্র পুষ্টির চিত্র জানার পাশাপাশি নিজেরাই নিজেদের ইউনিক বা অঞ্চলের ৫বছরের নিচের শিশুদের পুষ্টি অবস্থায় জানান। মঙ্গলবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা অফির্সাস ক্লাবে ডাক্তার কাজল মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রাণী, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, ডুমুরিয়া শেখ মাহতাব হোসেন, চেয়ারম্যান জহিরুল হক, সমারেশ মন্ডল, শেখ দিদারুল, দি হাঙ্গার প্রজেক্টের ইসরাত হাসান- প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান- প্রকল্প কর্মকর্তা প্রদীপ সরকার-এমএন্ডই অফিসার সামিউল আলম- ইউনিয়ন সমন্বয়কারী শারমিন নাহার- ইউনিয়ন সমন্বয়কারী মাসুদ পারভেজ- ইউনিয়ন সমন্বয়কারী মোশারাফ হোসেন- একাউন্স অফিসার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com