স্টাফ রিপোর্টারঃ ডুমুরিয়া উপজেলার বিভিন্ন মন্দিরে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন খুলনা জেলা আলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, খুলনা ৫ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। গতকাল দিনভর রুদাঘরা, খর্নিয়া, শোভনা ও মাগুরখালী ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন আলীগের নেতা অজয় সরকার। এসময় তিনি বলেন এদেশে বসবাসরত সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণভাবে নিজে ধর্ম পালন করছে। আলীগ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। সকল বিভেদ ভূলে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে প্রধান মন্ত্রী করতে হবে। রুদাঘরা ইউনিয়ন পুজো পরিষদের সভাপতি দিনেশ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আলীগের নেতা রবিউল ইসলাম রবী, ইউনিয়ন আলীগ সভাপতি নারায়ন মল্লিক, ছাত্রলীগের সহ সভাপতি হাসানুজ্জামান রানা, আলীগ সভাপতি মনিন্দ্রনাথ মল্লিক, আলীগের নেতা সরদার আব্দুল গনি, মন্দিরের সভাপতি গোপাল মন্ডল, বিকাশ মিস্ত্রী, প্রশান্ত মন্ডল, স্বজল মন্ডল. প্রসেন সানা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া রাতে কয়েকটি মন্দিরে মহা সপ্তমীর পূজো পরিদর্শন করেন। এ সময় আলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।