ডুমুরিয়া প্রতিনিধি ॥ গতকাল সকাল ১০টায় চুকনগর আদর্শ প্যালেসে লুমিনাস গ্রুপের পক্ষ থেকে মাটির স্বাস্থ্য সুরক্ষার কৃষি উন্নয়ন কল্পে ১সেমিনার মো. ইয়াসিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মুহাম্মদ আল আমিন উপ.নির্বাহী কর্মকর্তা। বি.অতিথি মো.ইনসাদ ইবনে আমিন উপ.কৃষি কর্মকর্তা। বি.অতিথি আ.কাইউম জমাদ্দার, সভাপতি হিউম্যান রাইটস
বি.অতিথি জাহাঙ্গীর আলম সভাপতি প্রেসক্লাব ডুমুরিয়া। বি.অতিথি মো. রুহুল আমিন সভাপতি প্রেসক্লাব চুকনগর। প্রধান আলোচক, মো. আনোয়ার হোসেন ডিরেক্টার লুমিনাস গ্রুপ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এস এম বায়েজিদ হুসাইন ও মোঃ টিটু। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন,খান মহিদুল ইসলাম,আব্দুল কুদ্দুস, হাফেজ মুয়িন উদ্দিন, গাজী সোহেল আহমেদ, সাংবাদিক গৌতম। মাস্টার সেলিম, আলতাফ হোসাইন প্রমূখ।