স্টাফ রিপোর্টার ঃ ডুমুরিয়া নৌকায় ভোট চেয়ে গনসংযোগ ও মত বিনিময় করেছেন জেলা আ’লীগের নেতা ও খুলনা ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। গতকাল বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত শাহাপুর বাজারের সকল ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করে ও সার্বিক খোজ খবর নেন। পরে শাহাপুর বাজারে রঘুনাথপুর ইউনিয়ন আ’লীগের কার্যালয় বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম ফাউন্ডেশনের উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরন ও মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান খান শাকুর উদ্দিন। আ’লীগের নেতা মেম্বার মাসুদ, সরদার আবু হাসান, আবুল খায়ের, উত্তম কুমার, প্রতাপ বিশ্বাস, স্বজল মন্ডল সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।