স্টাফ রিপোর্টার ঃ ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরন করেছেন খুলনা জেলা আ’লীগের তথ্য বিষয়ক ও আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সম্পাদক অজয় সরকার। গতকাল বিকালে ডুমুরিয়া রংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শলুয়া ও আমভিটা বাজারে নির্বাচনী অনুষ্ঠিত হয়। সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরন কালে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আ’লীগের নেতা অজয় সরকার বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন কাজ করে। দেশে পদ্মাসেতু ন্যায় বহু উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান রয়েছে। সরকার সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করেছে। দেশে উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দেওয়ায় আহবান জানান। গণসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি সজল মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, পবিত্র মন্ডল, জয়ন্ত সরকার, স্বপন মন্ডল, ছাত্রলীগের নেতা প্রন্ত মন্ডল, আব্দুল হামিদ, শেখ শাকিলুর রহমান প্রমূখ।