বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডুমুরিয়া প্রথম কৃষিক্ষেত্রে পুরষ্কার পেলেন সুরেশ্বর মল্লিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

ডুমুরিয়া প্রতিনিধি ॥ বাংলাদেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কৃষি উৎপাদন/বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প’ বিভাগে সুরেশ্বর মল্লিক কৃষি উদ্যোক্তা, গোবিন্দকাটী, বরাতিয়া, ডুমুরিয়া, খুলনা-কে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) ২০২১ সম্মাননা সনদ প্রদান করেন। একজন সফল কৃষি উদ্যোক্তা। তিনি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের ফল ও সবজি উৎপাদনের লক্ষ্যে নিজ এলাকায় বাণিজ্যিক খামার স্থাপন করেছেন। সেখানে বেগুন, ফুলকপি, পালংশাক, সীম, কাঁচামরিচ, লালশাক ইত্যাদি চাষাবাদ করেন। নিরাপদ খাদ্য উৎপাদনের নিমিত্ত খামারে বিভিন্ন জৈব বালাই দমন প্রযুক্তি ব্যবহার করেন। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি কাজ সহজীকরণের লক্ষ্যে পাওয়ার টিলার, শ্যালো পাম্প ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করেন। বাণিজ্যিক খামার স্থাপনের মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নেবার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ পেয়েছেন। রবিবার সকাল ১১টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি: ড. মো: আব্দুস শহীদ এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সভাপতি : ওয়াহিদা আক্তার, সচিব, কৃষি মন্ত্রণালয়। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন ডুমুরিয়া উপজেলার প্রথম কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি সুরেশ্বর মল্লিক (এআইপি) ২০২১ পুরস্কার পেলেন বাণিজ্যিক কৃষি খামার স্থাপনে উজ্জ্বল ভূমিকা রাখার অবদানস্বরূপ সুরেশ্বর মল্লিক-কে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) ২০২১ সম্মাননা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com