ডুমুরিয়া প্রতিনিধি ॥ মির্জাপুর প্রয়াত শংকর মন্ডল ফকিরের বাড়িতে তারই দিন পুত্র উজ্জল, উৎপল ও উদয় মনসা পূজোর আয়োজন করেন,উক্ত পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং রোটারি ক্লাব অফ সাউথ ব্রিজ খুলনার সভাপতি শাহজাহান জমাদ্দার, প্রধান অতি তার বক্তব্য বলেন এদেশে হিন্দু মুসলিম খৃষ্টান বৌদ্ধ সকলের সমানভাবে বসবাস করবে এবং যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এখানে কেউ কারো প্রতি জুলুম অত্যাচার করতে পারবে না। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অরুন মন্ডল, বাবু মণ্ডল, সমীর মন্ডল,প্রবাস মন্ডল, প্রণয় বিশ্বাস, পনচো মন্ডল ও অসীম সরকার সহ আরো অনেকে।