ডুমুরিয়া প্রতিনিধি ॥ সোনামুখ প্রতিভা অন্বেষণ বাছাই পরীক্ষা শুক্রবার অনুষ্ঠীত হয়। চার টি কেন্দ্রে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা নেওয়া হয়। তুমুল বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। সোনামুখ পরিবারের একদল নিবেদিত সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অজস্র পরিশ্রম করে এই পরীক্ষা পরিচালনা করেছেন। পরিক্ষার কেন্দ্র চারটি হল ১,মিকসিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়।২,শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়।৩,ফারহা মাধ্যমিক বিদ্যালয়।৪, শলুয়া পূন্য চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়।উত্ত পরিক্ষা পরিচালনা করেন সোনামুখ প্রতিষ্ঠাতা এম কামরুল ইসলাম, নর্দান ইউনিভার্সিটি লেকচারার শাহ আলম, জি এম আমান উল্লাহ,মো: হাফিজুর রহমান, মুফতি আবদুল কায়উম জমাদ্দার,মো : নুরোল ইসলাম,মো: কামাল হোসেন, মো: শাহাজাহান জমাদ্দার, সাংবাদক মহিদুল ইসলাম, মাষ্টার সেলিম হালদার, মো: সুমন হোসেন,সৌমিত্র বিশ্বাস এবং অত্র স্কুলের শিক্ষক বৃন্দ।