এফএনএস স্পোর্টস: সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। ডেজার্ট ভাইপার্সের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন এই ফাস্ট বোলার। আগামী ১৩ জানুয়ারি শুরু হওয়ার কথা টুর্নামেন্টের দ্বিতীয় আসর। নতুন দলের হয়ে খেলতে মুখিয়ে আছেন আফ্রিদি। “আমি ডেজার্ট ভাইপার্সে যোগ দিতে রোমাঞ্চিত। জানি, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের অনেক সমর্থক রয়েছে। আশা করি, তারা আসছে আইএল টি-টোয়েন্টিতে আমাদের দলকে সমর্থন দেবে।” অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের পর ডেজার্ট ভাইপার্স দলের সঙ্গে যোগ দেবেন আফ্রিদি। গত বছর আজম খানের সঙ্গে চুক্তি করেছিল ভাইপার্স। প্রথম পাকিস্তানি হিসেবে আইএল টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল তার। কিন্তু এই কিপার-ব্যাটসম্যানকে অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বর্তমান চেয়ারম্যান জাকা আশরাফের সময়ে এখন খেলোয়াড়দের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতে দেওয়ার ব্যাপারে কিছুটা নমনীয় অবস্থানে পিসিবি। ভাইপার্স দলে বোলিং বিভাগে সতীর্থ হিসেবে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা, ইংল্যান্ডের টম কারান এবং ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেলকে পাবেন আফ্রিদি। আইএল টি-টোয়েন্টির উদ্বোধনী আসরে রানার্স-আপ হয়েছিল ভাইপার্স। গতবারের দল থেকে অনেকেই ধরে রেখেছে তারা। যে তালিকায় আছেন অধিনায়ক কলিন মানরো, ওপেনার অ্যালেক্স হেলস- যিনি গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।