এফএনএস স্পোর্টস: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দলে কেভিন ডে ব্রাইনের বদলি ঘোষণা করেছে বেলজিয়াম। তারকা এই মিডফিল্ডারের জায়গায় দলে ডাক পেয়েছেন দুই তরুণ ইয়োহান বাকাইয়োকো ও আস্টার ফ্রাঁঙ্কস। বাছাইয়ে ‘এফ’ গ্রæপের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আগামী রোববার খেলবে বেলজিয়াম। এরপর আগামী ২১ জুন তাদের প্রতিপক্ষ এস্তোনিয়া। এই দুটি ম্যাচের স্কোয়াডে শুরুতে ছিলেন ডে ব্রæইনে। তবে গত শনিবার ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রথমার্ধে হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ৩১ বছর বয়সী এই ফুটবলার এরপর নিজেই জানান, বেলজিয়ামের হয়ে আগামী দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার শূন্যস্থান পূরণে বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের দুই ফুটবলার বাকাইয়োকো ও ফ্রাঁঙ্কস জাতীয় দলে ডাক পেলেন। দুজনেরই বয়স ২০ বছর। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সিনিয়র দলে ডাক পেলেন পিএসভি আইন্দহোভেনের স্ট্রাইকার বাকাইয়োকো। আর জাতীয় দলে এবারই প্রথম জায়গা পেলেন এসি মিলান মিডফিল্ডার ফ্রাঁঙ্কস।