বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সখিপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা “মাসজিদে কুবা” নামাজ আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার মনোমুগ্ধতার উচ্চতায় দেবহাটার পাঁচটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নূরনগরে জামায়াতের সেটআফ প্রোগ্রাম ও মতবিনিময় শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

ড্রাফট শেষে এক নজরে পিএসএলের ৬ দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর প্লেয়ার্স ড্রাফট হয়েছে গত সোমবার। ৬ টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নিয়েছে। ৬ দলের মধ্যে ৩ টি ফ্র্যাঞ্চাইজি নিয়েছে বাংলাদেশি ক্রিকেটার। নাহিদ রানাকে পেশোয়ার জালমি, লিটন দাসকে করাচি কিংস ও রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। এইচবিএল পিএসএল ১০ এর দলগুলোর চূড়ান্ত স্কোয়াড—

লাহোর কালান্দার্স—
প্লাটিনাম—ড্যারিল মিচেল, ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি
ডায়মন্ড—হারিস রউফ, কুশল পেরেরা, সিকান্দার রাজা
গোল্ড—আব্দুল্লাহ শফিক, জাহান্দাদ খান, জামান খান
সিলভার—আসিফ আফ্রিদি, আসিফ আলি, ডেভিড ভিসা, মুহাম্মদ আখলাক, রিশাদ হোসেন
ইমার্জিং— মোহাম্মদ আজব, মোমিন কামার
সাপ্লিমেন্টারি— টম কারেন, স্যাম বিলিংস, সালমান আলি মির্জা, মোহাম্মদ নাইম।

করাচি কিংস—
প্লাটিনাম—অ্যাডাম মিলনে, ডেভিড ওয়ার্নার, আব্বাস আফ্রিদি
ডায়মন্ড—হাসান আলি, জেমস ভিন্স, খুশদিল শাহ
গোল্ড—আমির জামাল, মুহাম্মদ ইরফান খান, শান মাসুদ
সিলভার—আরাফাত মিনহাজ, লিটন দাস, মীর হামজা, টিম সেইফার্ট, জাহিদ মেহমুদ
ইমার্জিং— ফাওয়াদ আলি, রিয়াজউল্লাহ
সাপ্লিমেন্টারি—কেন উইলিয়ামসন, মোহাম্মদ নবি, ওমাইর বিন ইউসুফ, মির্জা মামুন

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স—
প্লাটিনাম—ফাহিম আশরাফ, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান
ডায়মন্ড—আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো
গোল্ড— আকিল হোসেন, সৌদ শাকিল, মুহাম্মদ ওয়াসিম জুনিয়র
সিলভার—হাসিবুল্লাহ খান, খাজা নাফাই, কাইল জেমিসন, খুররম শেহজাদ, উসমান তারিক
ইমার্জিং—মোহাম্মদ জিশান, হাসান নওয়াজ
সাপ্লিমেন্টারি—কুশল মেন্ডিস, শন অ্যাবট, সোয়েব মালিক, দানিশ আজিজ

পেশোয়ার জালমি—
প্লাটিনাম—বাবর আজম, সাইম আইয়ুব, টম কোহলার ক্যাডমোর
ডায়মন্ড—করবিন বোশ, মোহাম্মদ আলি, মোহাম্মদ হারিস
গোল্ড— আব্দুল সামাদ, হুসাইন তালাত, নাহিদ রানা
সিলভার—আরিফ ইয়াকুব, নাজিবুল্লাহ জাদরান, ম্যাক্স ব্রায়ান্ট, মেহরান মুমতাজ, সুফিয়ান মোকিম
ইমার্জিং—আলি রাজা, মাজ সাদাকাত
সাপ্লিমেন্টারি—আলঝারি জোসেফ, আহমেদ দানিয়াল

মুলতান সুলতান্স—
প্লাটিনাম— মাইকেল ব্রেসওয়েল, মোহাম্মদ রিজওয়ান, উসামা মীর
ডায়মন্ড—ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান
গোল্ড—ক্রিস জর্ডান, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন
সিলভার—আকিফ জাবেদ, গুদাকেশ মোতি, জশ লিটল, ফয়সাল আকরাম, তায়েব তাহির
ইমার্জিং—উবেইদ শাহ, শাহিদ আজিজ
সাপ্লিমেন্টারি—জনসন চার্লস, শাই হোপ, ইয়াসির খান, মুহাম্মদ আমির বারকি

ইসলামাবাদ ইউনাইটেড—
প্লাটিনাম—ম্যাথু শর্ট, নাসিম শাহ, শাদাব খান
ডায়মন্ড—ইমাদ ওয়াসিম, আজম খান, জেসন হোল্ডার
গোল্ড—বেন ডারউইস, সালমান ইরশাদ, সালমান আলি আগা, হায়দার আলি
সিলভার— আন্দ্রিস গস, কলিন মুনরো, মুহাম্মদ নওয়াজ, রুম্মান রাইস
ইমার্জিং— হুনাইন শাহ, সাদ মাসুদ
সাপ্লিমেন্টারি— রাইলি মেরেডিথ, র্যাসি ভ্যান ডার ডুসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com