দেবহাটা অফিস \ পরিবেশ, বন ও জলবায়ু অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে যোগদান অতিরিক্ত সচিব দেবহাটার কৃতি সন্তান ড. মো: কামরুজ্জামান, এনডিসি, সিএমপি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ও মত করলেন ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি। দেবহাটার আরেক কৃতি সন্তান হাউজ বিল্ডিং এর উর্ধতন কর্মকর্তা সমিতির আহবায়ক মোঃ খাইরুল ইসলাম জীবনের নেতৃত্বে সদস্য সচিব ব্যাংকার তাহজ্জাত হোসেন হিরুর ব্যবস্থাপনায় উক্ত আয়োজনে সমিতির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ডঃ মোঃ খলিলুর রহমান। এ সময় মহাপরিচালকে সাথে দেবহাটা উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দেবহাটা উপজেলার কোমরপুর ও ভাতসালা এলাকায় নদীভাঙন রোধ ও প্রতিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং যুবসমাজকে আলোকিত পথে ফেরানোর উদ্যোগ, অবৈধ ইটভাটার বিস্তার রোধ, ভাটায় মাটি বহনকারী গাড়ির নিরাপদ চলাচল নিশ্চিতকরণ, সাতক্ষীরা—কালিগঞ্জ মহাসড়কের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ, ভূর্গস্থ হতে বালু উত্তোলন বন্ধ, ইছামতি ম্যানগ্রোভ এর উন্নয়ন সংক্রান্ত বিষয় সহ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করেন দেবহাটার সন্তানরা। দেবহাটা উপজেলা সমিতির সন্মানিত উপদেষ্টা ড. মো: খলিলুর রহমানকে সাথে নিয়ে মহাপরিচালক দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা—এর বাৎসরিক মিলনমেলা ও বনভোজন—২০২৫ এ অংশগ্রহণের “রেজিষ্টে্রশন” এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ঢাকাস্থ দেবহাটা সমিতি মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করলেন দেবহাটার সন্তান পরিবেশ ও জলবায়ু দপ্তরের মহাপরিচালকের সাথে।