বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকায় পোড়ানো হলো বিজেপি নেতা শুভেন্দুর ছবি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: বাংলাদেশে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব টাইমস আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়। আগরতলায় বাংলাদেশের সহাকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ জামায়ত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাইকমিশনে হামলা করে, জাতীয় পতাকা অবমাননা করেছে ভারতের উগ্রবাদীরা। নিজের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত সেখানে ভারতের মোদি নিশ্চুপ। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে, উসকানি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত। লুটপাট আর নির্যাতনের কারণে বিচারের মুখোমুখি হবে ভেবেই আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জনগণ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। তিনি বলেন, পতিত সরকার যখন কোথাও জায়গা পায়না, তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে। আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তারা পেঁয়াজ বন্ধ করে দেয়। আমাদের যখন পানি দরকার, তখন তারা পানি দেয় না, তাদের দেশে যখন পানি বেড়ে যায় তখন তারা পানি দেয়। তারা আমাদের বন্ধু নয় শত্রæ। বাংলাদেশের হাইকমিশনে আঘাত করা মানে বাংলাদেশের উপর আঘাত করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com