এফএনএস: রাজধানীর শিশু হাসপাতালে আগুন লেগেছে। গতকাল শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। পরে বেলা ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকতা মিডিয়া শাজাহান শিকদার জানান, খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এদিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকের কক্ষের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেছেন, আগুনে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোগীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের আইসিইউ ভবনে আগুন লাগার তথ্যটি ভুল। আগুন লেগেছে কার্ডিয়াক বিভাগে। ওই বিভাগের আইসিইউতে থাকা ১৭ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ব্লকের রোগীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে রোগীদের শিফট করা হবে।