এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো—ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন— এমন অভিযোগের ভিত্তিতে তারা সায়েন্সল্যাব অবরোধের পর গত রোববার রাত ১১টার দিকে প্রো—ভিসি বাংলোর দিকে যেতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় পথচারী—সাংবাদিকসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন— রিপন চৌধুরী, ইরফান (২০), পথচারী উজ্জল (৩২), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ, তোফায়েল আহমেদ (বাংলাদেশ টাইমস), উজ্জল (২৫), ইব্রাহিম (২৩), রিশাদ (২৩), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪) ও রাকিব (২৪)। আহতরা রাতে ঢামেকে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি আরও জানান, ঢামেকে যাওয়া আহত ২০ জনের মধ্যে বর্তমানে তিন জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন। এদিকে সংঘর্ষের ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। গতকাল সোমবার এক বিবৃতিতে এই ঘটনায় গভীরভাবে মর্মাহত বলেও জানান। ধৈর্য ধারণ এবং স¤প্রীতি ও সৌহাদ্যর্পূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় কোনও তৃতীয়পক্ষ যাতে সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। উপাচার্য বলেন, ২৭ জানুয়ারি অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। যেসব বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানী সরকারি সাত কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাত কলেজের সোমবারের (গতকাল) সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সায়েন্সল্যাব অবরোধের পর প্রো—ভিসি বাংলোর দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে গত রোববার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলছিল ধাওয়া, পাল্টা ধাওয়া ও উত্তেজনা। তবে গতকাল সোমবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, নীলক্ষেত, মুক্তি তোরণ ও নীলক্ষেত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মুক্তি ও গণতন্ত্র তোরণে স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা বাড়তি সতর্কতা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে গতিসীমা নিয়ন্ত্রকের পাশাপাশি অবস্থান করছেন কয়েকজন কর্মচারী।