রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তথ্যমেলার সমাপনী অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

দুই দিনব্যাপী তথ্যমেলার সমাপনী অনুষ্ঠান বুধবার বিকালে নগরীর জাতিসংঘ শিশু পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকল মানুষের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। অবাধ তথ্যের বিষয়টি আমাদের গণতন্ত্রের আকাঙ্খার জন্য কতটা জরুরি সেটা আর বলার অপেক্ষা রাখেনা। অবাধ তথ্যের প্রবাহকে বিলম্বিত করা হয়তো সম্ভব কিন্তু শেষ পর্যন্ত তথ্য যে গোপন রাখা যায় না সেটা আজ প্রমাণিত। সুতরাং তথ্যের বিভ্রাট বা তথ্যের ভ্রান্তি তৈরি করার এখন আর কোন সুযোগ নেই। আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রের যে আকাঙ্খা সেটিতে জোরালোভাবে সাড়া দেওয়া। যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি শক্তিশালী। এই প্রেক্ষিতে আমরা এখন তথ্যের প্রবাহকে খুবই গুরুত্ব দেই। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম ও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মণ্ডল। এতে আলোচক ছিলেন সনাকের সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল কাদির। খুলনা সনাকের সভাপতি অধ্যাপিকা রমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অ্যাড. শামীমা সুলতানা শীলু। পরে প্রধান অতিথি স্টল প্রতিনিধিদের মাঝে স্মারক ক্রেস্ট ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।—তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com