স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বাঁশদহা ইউনিয়নের দক্ষিণ তলুইগাছা গ্রামের আমন ধানের ফাঁকা খেতে স্থানীয় যুব সমাজ এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন।
যুব সমাজ আয়োজিত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, বাঁশদহা ইউনিয়েন জাতীয়ে পার্টির সভাপতি ইউপি সদস্য বদরুজ্জামান খোকা, বিশিষ্ট ব্যাবসায়ী ইসমাইল হোসেন, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল প্রমুখ।
ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় দেখতে মেলায় নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাড়িয়ে খেলা উপভোগ করেন।