এফএনএস আন্তজার্তিক ডেস্ক: তাইওয়ানের পূর্ব উপকূলে সমুদ্রের নিচে গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। হুয়ালিয়েন কাউন্টির উপকূলবর্তী এলাকায় আঘাত হানা এই ভূমিকম্পে রাজধানী তাইপে পর্যন্ত কম্পন অনুভূত হয়, যেখানে কিছু সময়ের জন্য ভবনগুলো কেঁপে ওঠে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (ঈডঅ)। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পূর্ব উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল মাত্র ৬.৬ কিলোমিটার, যা এটিকে অপেক্ষাকৃত ভূ—পৃষ্ঠঘেঁষা কম্পন হিসেবে চিহ্নিত করে।
ভূমিকম্পটির মাত্রা তুলনামূলকভাবে মাঝারি হলেও এর কম গভীরতার কারণে তা বিস্তীর্ণ অঞ্চলে স্পষ্টভাবে অনুভূত হয়। মূল ভূমিকম্পের পর মাত্র ২০ মিনিটের মধ্যে আরও পাঁচটি পরাঘাত (ধভঃবৎংযড়পশ) রেকর্ড করা হয়েছে। এসব ছোট ছোট কম্পনের কারণে জনগণের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত জননিরাপত্তা ঝুঁকি থাকার কোনো সতর্কতা জারি করা হয়নি।
তাইওয়ান এমন এক ভূ—অঞ্চলে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামে পরিচিত Ñ এটি বিশে^র অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার ফলে প্রায়শই ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি।
এর আগেও বেশ কয়েকটি মারাত্মক ভূমিকম্পের অভিজ্ঞতা রয়েছে তাইওয়ানের। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এরও আগে, ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২,০০০ মানুষ।
বর্তমানে প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি হাতে রেখেছে বলে জানিয়েছে সরকারি সূত্র।