এফএনএস বিদেশ : তাইওয়ানের চারপাশে ৪১টি চীনা সামরিক বিমান এবং জাহাজ শণাক্ত করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার তাইওয়ান এ কথা জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় সফরে বের হবেন প্রেসিডেন্ট লাই চিং—তে এবং এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে হাওয়াইয়ে যাত্রাবিরতি করবেন তিনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সফরের খবরে বেইজিংয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। তাইওয়ান ও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আসন্ন দিনগুলোতে তাইওয়ানের কাছে সামরিক মহড়া শুরু করতে পারে চীন। এই মহড়ার অজুহাত হিসেবে লাইয়ের প্রশান্ত মহাসাগরীয় সফর ও যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতিকে চীন ব্যবহার করতে পারে বলে ধারণা করছেন তারা। বেইজিং স্ব—শাসিত তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং সার্বভৌম জাতি হিসেবে এই দাবির যেকোনো আন্তর্জাতিক স্বীকৃতিরও বিরোধিতা করে। চীন তাইওয়ানের আশপাশে প্রায় প্রতিদিনই যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ মোতায়েন করে বলে দাবি করে তাইওয়ান। সা¤প্রতিক বছরগুলোতে সেই সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটি। চলতি বছর তাইওয়ানের চারপাশে দুটি বড় আকারের যুদ্ধ মহড়া পরিচালনা করেছে চীন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৩টি চীনা যুদ্ধবিমান এবং আটটি নৌবাহিনীর জাহাজ আকাশসীমা এবং জলসীমায় শণাক্ত করা হয় বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ১৯টি যুদ্ধবিমান গত বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’—এ অংশ নিয়েছিল। তাইওয়ানের মন্ত্রণালয়ের প্রতিদিন প্রকাশিত পরিসংখ্যানের এএফপি সমীক্ষা অনুসারে, গত তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে আজকের সংখ্যাটি ছিল সর্বোচ্চ। এদিকে তাইওয়ান অভিযোগ করেছে, চীনা বেলুনও দ্বীপের কাছ দিয়ে উড়ে যাচ্ছে। তাইওয়ানের ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের সামরিক বিশেষজ্ঞ সু জু—ইয়ুন এএফপিকে বলেছেন, ‘লাইয়ের সফরের প্রতিক্রিয়ায় চীন তুলনামূলকভাবে আরো বড় আকারের সামরিক মহড়া করতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’ প্রেসিডেন্ট লাই তাইওয়ানের সার্বভৌমত্বের একজন রক্ষক। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম বিদেশ সফরে যাচ্ছেন। লাই আজ শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফর শুরু করবেন। তার যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতির বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা গতকাল শুক্রবার আসতে পারে বলে সূত্র জানিয়েছে। তাইওয়ানের সরকারি কর্মকর্তারা প্রশান্ত মহাসাগরীয় বা লাতিন আমেরিকা সফরের সময় মার্কিন মাটিতে যাত্রাবিরতি নেয়। এ বিষয়ে চীন ক্ষুব্ধ হয়ে কখনো কখনো দ্বীপের চারপাশে সামরিক মহড়া দিয়ে প্রতিক্রিয়া জানায়। চীন ইতিমধ্যেই লাইয়ের পরিকল্পিত সফরের জন্য ক্ষোভ ঝেড়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গত বৃহস্পতিবার জানান, তাইওয়ানের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রচেষ্টাকে ‘দৃঢভাবে চূর্ণ’ করা হবে। এদিকে তাইওয়ানের তামকাং ইউনিভার্সিটির সামরিক বিশেষজ্ঞ লিন ইং—ইউ বলেন, ‘সফরের সময় লাই—এর বক্তব্যের ভিত্তিতে চীন তাদের প্রতিক্রিয়া দেখাবে।’ তিনি বলেন, ‘চীন সামরিক মহড়া চালাতে পারে, কিন্তু সেগুলো বড় না—ও হতে পারে। এটা নির্ভর করবে প্রেসিডেন্ট লাই কী বলেন তার ওপর।’ লিন এএফপিকে এটাও বলেন, ‘বর্তমান আবহাওয়া মহড়ার জন্য খুব ভালো নয়।’ লাইয়ের মার্শাল দ্বীপপুঞ্জ, টুভালু এবং পালাউ সফরের লক্ষ্য তাইওয়ানের ক্রমহ্রাসমান কূটনৈতিক মিত্রদের ধরে রাখা। ভ্যাটিকানসহ মাত্র ১২টি দেশ এবং অঞ্চল তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। অন্যরা চীনা জাহাজেই উঠেছে, কারণ সাহায্য এবং বিনিয়োগের একটি সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। বিশ্লেষকরা বলেছেন, লাইয়ের এই সফরটি রাষ্ট্রপতি হিসেবে বিদেশের মাটিতে তাইওয়ানের প্রতিনিধিত্ব করার এবং রাষ্ট্রের দাবিকে শক্তিশালী করার একটি বিরল সুযোগ। সূত্র : এএফপি